শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০

বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির ঈদ পুনর্মিলনী

হাবিবুল্লাহ আল বাহার ॥
বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির ঈদ পুনর্মিলনী

জার্মানি ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফ্রাঙ্কফুর্ট শহরের একটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ফলে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায়।

ঈদ-পরবর্তী প্রবাসী বাংলাদেশীদের এই মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। সংগঠনের সভাপতি ব্যবসায়ী শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহের মোহাম্মদ ও সহ-সম্পাদক জামশেদ আলম রানার পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি রেজা হক সিজার, আবু তোহা, তসলিম ইসলাম, বেলাল হোসেন, সাজ্জাদুর রহমান, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত মজুমদার, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক হাসান ভুঁইয়া, খালেদা বেগম, ফারজানা রেজা সহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সকল স্তরের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া প্রবাসী বাংলাদেশীদেরকে দেশীয় সংস্কৃতি চর্চা এবং এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের প্রতি ভালোবাসা সৃষ্টির আহ্বান জানান। তিনি সুন্দর আয়োজনের জন্যে সংগঠনের সদস্যদেরকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জার্মানি প্রবাসী শিল্পী নিম্মি কাদের, আব্দুল মুনিম ও তানিমা তাসনিম রানুর একের পর এক গান সকলকে মুগ্ধ করে। এছাড়াও মীর জাবেদা ইয়াসমিন ইমি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে ছোটদের চকলেট দৌড়, বড়দের চেয়ার খেলা এবং মহিলাদের বালিশ খেলা ও লটারি সকলে উপভোগ করেন। ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল সহ আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে দেশীয় খাবারের ব্যাপক আয়োজন ছিলো।

বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির সংগঠকরা জানিয়েছেন, জার্মানিতে বৃহত্তর নোয়াখালীর তিন জেলা থেকে আগত প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকতে এবং বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে সংগঠনটি কাজ করছে। এছাড়াও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়