রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

আফছার হোসাইন ॥
মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

বিশ্বের অন্যতম প্রাচীন ঐতিহাসিক বিদ্যাপীঠ মিশরের রাজধানী কায়রোস্থ জামেয়াতুল আজহার বা আল আজহার বিশ্ববিদ্যালয়। অসংখ্য বিদেশি ছাত্র-ছাত্রী আর ভিন্ন ভিন্ন সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন সম্বলিত বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশিদের আগমনের ইতিহাস তিন দশকের বেশি নয়। তবে গত কয়েক বছরে বিশেষ করে গত দুবছরে বিভিন্ন শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিতে প্রায় ২ হাজার পাঁচশ' শিক্ষার্থী আগমন করেছে সভ্যতার সূতিকাগার বলে পরিচিত এই মিশরে।

বাংলাদেশি ছাত্রদের শিক্ষা-দীক্ষা, বাংলা সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সুযোগ সুবিধার ধারা অব্যাহত রাখতে ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ সহ বেশ ক'টি বাংলাদেশি ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে অবিরত।

বরাবরের মতোই এবার গত ১৬ জুন রোববার রাজধানী কায়রোস্থ ছকরে কুরেশ বিখ্যাত গোল্ডেন প্যালেসে বাংলাদেশি ছাত্র সংগঠন আজহার ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা উপলক্ষে পুনর্মিলনী বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। মিশরে অবস্থানরত সোসাইটির সর্বস্তরের সদস্য, সহযোগী সদস্য ও শুভাকাঙ্ক্ষী প্রবাসীরা প্রবাসের নিরস জীবনে সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সমবেত হয়েছিল এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শুরুতেই সায়েমুল হক জাওয়াদ ও সফিউল্লার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি ফয়েজ আহমাদ আজহারী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনটির সিনিয়র সদস্য মাওলানা ড. হাসিবুর রহমান। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রচারিত ভিডিও বার্তায় মিশরে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বিশেষ বক্তব্য দেন ঢাকা থেকে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর শাহেদ হারুন আজহারী, অস্ট্রিয়ার ভিয়েনা ইসলামী সংস্কৃতি কেন্দ্রের খতিব সংগঠনের সিনিয়র সদস্য অধ্যাপক আব্দুল মতিন আজহারী, শাব্বীর আহমাদ খান আজহারী ও হুসাইন আহমাদ আজহারী।

অনুষ্ঠানে হামদণ্ডনাত, নবীন বরণ, কচি-কাঁচাদের মাঝে পুরস্কার বিতরণ, নাশীদ ও কৌতুক পরিবেশনার পর বিশ্বমানবতার কল্যাণ কামনা করে সম্মিলিত মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটিতে চারশ’র অধিক প্রবাসী ও শিক্ষার্থী অতিথিকে কোরবানির গোশতে বাঙালি স্বাদে প্রস্তুতকৃত রাতের খাবারে আপ্যায়িত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়