প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০
‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে’র রিয়াদ মিট আপ সভা
১৬ মে রাতে 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে'র উদ্যোগে সৌদি আরবের রিয়াদ মিট আপ সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সৌদি আরব টিমের সমন্বয়ক লোকমান বিন নূর হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ফরিদ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার ট্রাভেলস- এর স্বত্বাধিকারী আনোয়ার হাসান, শরীফ হোসাইন, কোর ভলান্টিয়ার আব্দুল কাদের, হুসাইন কবির ও সালাহ উদ্দিন বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাবিন হোসাইন, স্বপন মিয়া, দিন ইসলাম, হাফিজুর রহমান, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্যরা।
বক্তারা বলেন, ২০১৮ সালে দেশ ও প্রবাসে উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে এবং নিজেদের যোগ্য করে গড়ে তুলতেই মূলত নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ইকবাল বাহার জাহিদ।
নিজেদের শুধু চাকরিতেই সীমাবদ্ধ রাখবো না, নিজেই একজন ব্যবসায়ী উদ্যোক্তা হয়ে অন্যকে উদ্যোক্তা বানানোর মধ্য দিয়ে দেশ ও প্রবাসে বেকারত্ব দূর করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে নিজার বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। দিন দিন উদ্যোক্তা সদস্য সংখ্যা বেড়েই চলেছে সংগঠনের, বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরছেন নিজেদের প্রতিষ্ঠার গল্প। সামাজিক দায়বদ্ধতা থেকেই এগিয়ে যাচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।