রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০

মাদ্রিদে প্রথমবারের মতো বাংলাদেশী শাক সবজি আমদানি

সিদ্দিকুর রাহমান ॥
মাদ্রিদে প্রথমবারের মতো বাংলাদেশী শাক সবজি আমদানি

দক্ষিণ ইউরোপের দেশ স্পেনে প্রবাসী বাংলাদেশদের বসবাস তিন যুগের বেশি সময় হলেও এই প্রথম বাংলাদেশ থেকে সরাসরি শাক সবজি আমদানি করেছে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হাট বাজার। আর এতে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং। ইউরোপের দেশ স্পেনে প্রচুর পরিমাণ বাংলাদেশীর বসবাস থাকায় সেখানে দেশী তরিতরকারির চাহিদা অনেক। তবে বিগত দিনে বাংলাদেশ থেকে সরাসরি সবজি আমদানি না করতে পারায় সব সময়ই এর ঘাটতি দেখা যেত। আর এই চাহিদার ঘাটতি পূরণ করতে বিগত দিনে কেউ এগিয়ে না আসলেও গত কয়েক মাসের চেষ্টায় সেই ঘাটতি পূরণ করতে যাচ্ছে স্পেনের বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হাট বাজার। প্রথমে তারা নিজেরাই চেষ্টা করে থাকলেও শেষ পর্যন্ত দূতাবাসের কমার্শিয়াল উইংয়ের ব্যবস্থাপনায় দেশী শাক সবজি আমদানি করতে সফল হয়েছে। এদিকে দেশী শাক সবজি পেয়ে প্রতিষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশিদের ভীড় জমে যায়। বাংলাদেশীদের পাশাপাশি স্পেনিশ নাগরিকরাও প্রত্যেকেই তাদের প্রয়োজনীয় এবং পছন্দের শাক সবজি পেয়ে খুশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়