রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক

আহমাদুল কবীর ॥
মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ফের ১১ বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। দেশটির সেরেম্বান ও নিলাই শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (১৫ মে) নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার (১৪ মে) পর্যন্ত দুই দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইশো জন অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর তাদের মধ্য থেকে আইন ভাঙ্গার জন্যে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩০, ভিয়েনতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের দুজনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

বিবৃতিতে ডিরেক্টর আরো বলেন, আটকদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশুও রয়েছে। অভিযানের সময় পাঁচজন ইন্দোনেশিয়ান পালানোর চেষ্টা করলেও পুলিশের অল্প ধাওয়াতেই তারা ধরা পড়ে। আটককৃতদের বয়স এক বছর থেকে ৫১ বছরের মধ্যে। তবে আটকদের বিরুদ্ধে আরো তদন্তের জন্যে লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়