প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০
ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ দিলো মাহাথির মোহাম্মদ
ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী প্রতিরক্ষা ঠিকাদার, যারা বর্তমানে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, তাদের অবিলম্বে মালয়েশিয়া ছাড়া করার জন্যে দেশটির বর্তমান আনোয়ার ইব্রাহিমের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ।
যদিও মালয়েশিয়ার এ লিজেন্ড (মাহাথির) স্বীকার করেছেন যে, লকহিড মার্টিন এবং এমবিডিএ (বিএই) সিস্টেমস তারা নিয়মিত প্রদর্শন করতো, যা ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতির জন্যে বড্ড বেমানান ছিলো এবং এ সংস্থা দুটি মালয়েশিয়ায় ৪ দিনব্যাপী ডিফেন্স সার্ভিসেস এশিয়া এক্সিবিশন এবং এশিয়া ন্যাশনাল সিকিউরিটি এক্সিবিশন ২০২৪-এ অংশ নিয়েছে।
সোমবার তিনি এক্স (টুইটার)-এর একটি পোস্টে বলেছেন, এই এক্সিবিশনে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া মানে তেল আবিব প্যালেস্টাইনে যে নৃশংসতার পরিচয় দিচ্ছে তার বিরোধিতায় আমাদের সমস্ত চেষ্টাকে উপহাস করার শামিল। এটা যেন আমরা ফিলিস্তিনিদের রক্ত ঝরাতে তাদের সাথে মিশে আছি।
সোমবার ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, মাহাথির স্পষ্ট করে বলেছেন যে, এ বিষয়ে সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যতো তাড়াতাড়ি সম্ভব এই প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে হবে।
মাহাথির, যিনি শুরু থেকেই ইসরায়েলের কঠোর সমালোচক। তিনি এ বিষয়ে আরো যোগ করে বলেছেন যে, এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সচেতন করতে হবে এই বলে যে, মালয়েশিয়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা সহ্য করে না।
মালয়েশিয়ার প্যালেস্টাইনপন্থী গ্রুপ, সেক্রেটারিয়েট সলিডারিটি প্যালেস্টাইন (এসএসপি) এবং পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া একই ধরনের আপত্তি প্রকাশ করার পর মাহাথির মোহাম্মদ সর্বশেষ এই কোম্পানিগুলোর উপস্থিতির বিরোধিতা করলেন।
রোববার ব্যাংক সিম্পানান ন্যাশনাল (বিএসএন)-এর অঙ্গ প্রতিষ্ঠান সিজিল সিম্পানন প্রিমিয়াম (এসএসপি) বলছে, আইম পয়েন্ট, কোল্ট, এল ৩ হ্যারিস, লিউপোল্ড, শিল্ড এআই এবং লিওনার্দো ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে তারাও গণহত্যায় মেতে উঠেছে। এর আগে মালয়েশিয়াকে উপরোল্লিখিত ক'টি কোম্পানি সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।