রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০

ফিলিস্তিনের খান ইউনিস আলোকিত করলো বাংলাদেশিরা

আফছার হোসাইন ॥
ফিলিস্তিনের খান ইউনিস আলোকিত করলো বাংলাদেশিরা

বর্বর ইসরাইলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মুহুর্মুহু হামলায় ধসে পড়ছে একের পর এক স্থাপনা। খাবার, সুপেয় পানি ও বিদ্যুতের সঙ্কটে হাজার হাজার গাজাবাসী জীবন বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে খান ইউনিসের আশ্রয় শিবিরের তাঁবুতে আশ্রয় নিয়েছে। সেই আশ্রয় শিবিরের বিদ্যুৎ লাইনগুলোও বিচ্ছিন্ন করে দিয়েছে বর্বর ইসরাইলিরা।

বাংলাদেশিদের সহযোগিতায় বিদ্যুৎহীন অন্ধকার খান ইউনিস শিবিরের তাঁবুগুলোকে আলোয় আলোকিত করছে আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশন। অন্তত ৬০টি তাঁবুতে তারা সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ জ্বালিয়ে আলোকিত করেছে শিবিরের অংশবিশেষ।

আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, গাজার খান ইউনিস শিবিরগুলোতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা বিদ্যুৎ, খাবার, পয়ঃনিষ্কাশনের অভাবে মানবেতর জীবনযাপন করছে। সন্ধ্যা হলেই শিবিরগুলোতে বিদ্যুতের অভাবে এক ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়।

আমেরিকাভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের সংস্থা ‘আশ ফাউন্ডেশন’ ও বাংলাদেশের রেজিস্টার্ড এনজিও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গাজার নির্যাতিত ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্যে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে শিবিরের তাঁবুগুলো আলোকিত করতে চেষ্টা করছি। এখন রাতে তারা আপনজনের চেহারা দেখার সুযোগ পায় ও পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারে। এর পাশাপাশি আমাদের উদ্যােগে প্রতিদিন চলছে খাবার বিতরণ, মসজিদ নির্মাণ, টয়লেট স্থাপনসহ আরো নানাবিধ জরুরি মানবিক কর্মসূচি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়