শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

মদিনায় তিনদিনব্যাপী আন্তর্জাতিক হজ ও ওমরাহ কনফারেন্স

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ॥
মদিনায় তিনদিনব্যাপী আন্তর্জাতিক হজ ও ওমরাহ কনফারেন্স

সৌদি আরবে আগত হাজীদের সর্বোচ্চ সেবা প্রদান, উন্নত আবাসন ব্যবস্থার অঙ্গীকারে পবিত্র মদিনা মনোয়ারায় ২২ এপ্রিল থেকে ৩দিনব্যাপী আন্তর্জাতিক হজ ও ওমরা কনফারেন্স অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এই কনফারেন্স। বাংলাদেশ থেকে এবারও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে আসবেন বলে হাবের সভাপতি জানিয়েছেন।

এ হজ ও ওমরাহ কনফারেন্সে বাংলাদেশসহ বিশ্বের ১১৬টি দেশের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। কনফারেন্স উদ্বোধন করেন মদিনা প্রদেশের আমির সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ।

কনফারেন্সে রাজকীয় সৌদি সরকারের আমন্ত্রণে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

কনফারেন্সে সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডক্টর আব্দুল ফাত্তাহ আল মাসাতের সাথে দ্বিপক্ষীয় সভায় আসন্ন হজে বাংলাদেশী হাজীদের মক্কা মদিনায় আবাসন সমস্যা নিরসন, মিনা মুজদালিফায় তাঁবু সমস্যার সমাধানে জন্য আহ্বান জানানো হয়।

সৌদি মন্ত্রী হাজীদের ফ্লাইট শুরু হওয়ার আগেই উল্লেখিত সমস্যা সমাধান করার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব সারাফতি, মহাসচিব ফারুক আহমেদ সরদার, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়