রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০

জার্মানিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতা-কর্মীরা

মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান গয়েশ্বর রায়ের

হাবিবুল্লাহ আল বাহার ॥
মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান গয়েশ্বর রায়ের

বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, গায়েবি মামলা দিয়ে বিএনপি এবং বিরোধী মতের লক্ষ লক্ষ নেতা-কর্মীকে ঘরছাড়া, বাড়িছাড়া করেছে সরকার। মৃত মানুষও গায়েবি মামলা থেকে রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন তিনি। রোববার ফ্রাংকফুর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জার্মানির তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

জার্মান বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং নুরুদ্দিন মিঠু মিঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা সামিউল ইসলাম, আক্তারুল আলম বাবুল, সিব্বির আহমেদ সেলিম, মইন উদ্দিন, ফয়সাল আহমদ, তরিকুল ইসলাম মুক্তি, জালাল উদ্দিন জালাল, দেলোয়ার মোল্লা, আরিফুল ইসলাম শাহিন ভুইয়া, তোফাজ্জল হোসেন তপন, হাসান পিন্টু, আনিসুল ইসলাম শামিম, দেলোয়ার হোসেন ফারুক, জাহিদ ভুঁইয়া এবং কামাল ভুঁইয়া সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার শুধু মানুষের রাজনৈতিক অধিকারই হরণ করেনি বরং গুম, খুন এবং দখলবাজির মাধ্যমে মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে বলে তিনি প্রবাসীদেরকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি প্রবাসে অবস্থানরত বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জার্মান বিএনপির নেতা-কর্মীরা দলকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের মূল্যায়ন এবং সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়