রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

জার্মানির ডার্মস্টাটে ঈদ আনন্দ মেলা ও বর্ষবরণ

হাবিবুল্লাহ আল বাহার ॥
জার্মানির ডার্মস্টাটে ঈদ আনন্দ মেলা ও বর্ষবরণ

জার্মানির ডার্মস্টাট শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ঈদ আনন্দ মেলা ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ১৪ এপ্রিল (রোববার) বাংলা নতুন বছরের প্রথম দিনেই এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছিল। ঈদের পর এবং বাংলা নতুন বছরের প্রথম দিনে সবাই মিলে একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। এক দিকে ঈদের আনন্দ, অন্য দিকে বাংলা নববর্ষ বরণ, সব কিছু মিলে পুরা অনুষ্ঠানটি হয়ে উঠেছিল ছোট একটি বাংলাদেশ।

বর্ণাঢ্য এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠনের সভাপতি তাহের মোহাম্মদ, সহ-সভাপতি তাসলিম ইসলাম, সহ- সভাপতি ফারুক রহমান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, কোষাধ্যক্ষ শওকত মুরাদ, রেজা হক সিজার, শওকত মজুমদার, ফাইজুর রহমান, আব্দুর রাহিম কাউসার, নুর আলম বেলাল, শেখ মনির উদ্দিন, ফারহাদ ভুঁইয়া, সামিউল হক, শেখ মাহবুব, আরেফিন সবুজ, শেখ মাহবুব ওয়াজেদ, নাইম ইসলাম, এনামুল, রুবেল, শুপন সহ সংগঠনের অন্য সদস্যরা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। শিশু-কিশোরদের চেয়ার খেলা এবং ছোট শিশুদের প্রতিযোগিতা আকর্ষণীয় করে তুলেছিল অনুষ্ঠানকে। অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। গান, কবিতা আবৃত্তি, নাচ এবং খোশ গল্প আর আড্ডা নিয়ে দিনভর মেতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসের কর্মব্যস্ত জীবনের একঘেঁয়েমি কাটিয়ে আনন্দ আর উল্লাসে মেতেছিলেন সকলে। অনুষ্ঠানে সকলের জন্যে উন্মুক্ত লটারি খেলার আয়োজন ছিল। অনুষ্ঠানের শেষ দিকে বিভিন্ন খেলাধুলা এবং লটারি বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠন জার্মান সরকার অনুমোদিত প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। কমিউনিটির উন্নয়নে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের দিন এই সংগঠনের উদ্যোগে ডার্মস্টাট শহরে ঈদের জামাতের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়