রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন নারীসহ পাঁচ বাংলাদেশি

ইতালি প্রতিনিধি ॥
ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন নারীসহ পাঁচ বাংলাদেশি

বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে রোমে বাংলাদেশ দূতাবাসে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে একজন নারীসহ ৫ জন প্রবাসী বাংলাদেশীকে 'রেমিট্যান্স পুরস্কার' প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ হতে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম এ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের মধ্যে ছিলো বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের জন্যে গৃহীত বিভিন্ন সেবা এবং কার্যক্রম বিষয়ক আলোচনা, সর্বজনীন পেনশন স্কীমের সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ, বৈধপথে রেমিটেন্স প্রেরণে সরকারের উদ্যোগসমূহ নিয়ে আলোচনা সভা এবং রেমিটেন্স পুরস্কার বিতরণ। রেমিট্যান্স পুরস্কার অর্জনকারী ব্যক্তিগণও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে পুরস্কার প্রাপ্তদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং একই সাথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে প্রবাসী সকল বাংলাদেশীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে 'প্রবাসী-বান্ধব সরকার' উল্লেখ করে প্রবাসীদের জন্যে দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে আশাবাদ ব্যক্ত করেন। ইতালি প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত আরো বলেন, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধান এবং অন্যান্য সেবার মান বৃদ্ধি করার জন্যে দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

২০২৩ সালের 'রেমিট্যান্স পুরস্কার' প্রাপ্ত ব্যাক্তিগণ হলেন : ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ)--জিয়া উদ্দিন, মোঃ মাহফুজুল হক, মোঃ ওমর ফারুক এবং ব্যক্তি ক্যাটাগরি (নারী) মিসেস মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্ট-এর স্বত্বাধিকারী নিবাশ চক্রবর্তী।

বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস, রোম 'রেমিট্যান্স পুরস্কার' চালু করে। উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবসে (১৮ ডিসেম্বর) অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণ সপরিবারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানশেষে সবাইকে আপ্যায়িত করা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ ও প্রবাসীদের মঙ্গল কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়