রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০

হাঙ্গেরির রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাকিব হাসান রাফি ॥
হাঙ্গেরির রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ২৬ মার্চ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের সান্দর প্রাসাদে হাঙ্গেরির রাষ্ট্রপতি ড. তামাস সুলয়কের কাছে নতুন রাষ্ট্রদূত হিসেবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। পরিচয়পত্র পেশের পর এক সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত সিয়াম হাঙ্গেরির রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি ড. তামাস সুলয়ক বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জন্যে রাষ্ট্রদূত সিয়ামের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বাংলাদেশ ও হাঙ্গেরির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন। তাছাড়াও তিনি প্রোটোকল অনুযায়ী সেখানে রক্ষিত বিশেষ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

হাঙ্গেরিতে নব নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে হাঙ্গেরির রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একদল চৌকষ সেনাদল (অনার গার্ডস প্লাটুন) গার্ড অব অনার প্রদান করেছে। এরপর পরিচয়পত্র অনুষ্ঠানের অংশ হিসেবে বুদাপেস্টের হিরোস স্কয়ারে হাঙ্গেরির বীর সৈনিকদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত। এই সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন অফিসের কাউন্সিলর ও দূতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়