প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০
ওমরা করতে গিয়ে না-ফেরার দেশে ইতালি প্রবাসী
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আবদুল জলিল মুনদার (৫০) নামে ইতালি প্রবাসী এক বাংলাদেশি মারা গেছেন। তার ভাগিনা ইতালি প্রবাসী শাহাদাত আলী মাতাব্বর জানান, ২২ মার্চ শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় বাদ মাগরিব স্ট্রোকজনিত কারণে মক্কার একটি হাসপাতালে তিনি না ফেরার দেশে চলে যান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
২০ মার্চ ইতালি থেকে তিনি সপরিবারে ওমরা পালনের উদ্দেশ্যে যান। পরে দেশে গিয়ে ঈদ করার কথা ছিলো। তা আর হলো না।
মৃত্যুকালে দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা হাজী সৈয়দ হক। গ্রাম বাঁশখালী, ১নং হাজীগাঁ পুকুরিয়া ইউনিয়ন। ইতালিতে তিনি ২৫ বছর ধরে বসবাস করেন। তার মৃত্যুতে ইতালির রোমে অবস্থিত বৃহত্তর চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাফসির আলম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন শোক প্রকাশ করেছেন।
রোমের বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারা টিএসসি মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে লেখেন, ইতালি প্রবাসী সকলের প্রিয় সদা হাস্যোজ্জ্বল চেহারার শান্ত প্রকৃতির প্রিয় ভাই আব্দুল জলিল।মাগফেরাতের মাস রমজানুল মোবারকে পবিত্র ঘর বায়তুল্লাহর মুসাফির হয়ে ওমরা করার পর ইন্তেকাল করেন। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এদিকে তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রবাসীরা।