প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০
গ্রিসে প্রবাসী সাংবাদিক মতিউর মুন্নাকে দূতাবাসের সম্মাননা প্রদান

প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ প্রবাসী সাংবাদিক মুন্নার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
গত ১৭ মার্চ রোববার বিকেলে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের এ সম্মাননা দেয়া হয়।
মতিউর রহমান মুন্না ছাড়াও প্রবাসী সাংবাদিক জাকির হোসেন চৌধুরী, প্রদীপ কুমার সরকার, নিরব আহমদ রুমন, কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রদূত।
দূতাবাসের ২য় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল এবং আওয়ামীলীগ ও বাংলাদেশ কমিউনিটির অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মতিউর রহমান মুন্না দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সাথে প্রবাসে সাংবাদিকতা করছেন। তিনি প্রতিনিয়তই তুলে ধরেন প্রবাসীদের সুখ-দুঃখের কথা।
কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করায় দূতাবাসের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মতিউর রহমান মুন্না।