রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০

ইতালিতে ৭ মার্চের আলোচনা সভায় দুর্নীতিমুক্ত আওয়ামী লীগের আহ্বান

ইতালি প্রতিনিধি ॥
ইতালিতে ৭ মার্চের আলোচনা সভায় দুর্নীতিমুক্ত আওয়ামী লীগের আহ্বান

রোমে ঐতিহাসিক ৭ মার্চ উদ্ যাপন করা হয়েছে। ইতালি আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী রোমের একটি হলে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, সহ-সভাপতি আব্দুর রউফ ফকির, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার বেপারী, মাসুদুর রহমান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, এ আর আহাম্মেদ তপু, ইলিয়াস মাদবর, শ্রমিক নেতা ইলিয়াস মোল্লা, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, ইতালি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, ইতালি আওয়ামী লীগ সদস্য সোহেল রানা প্রমুখ।

সভায় নেতারা বলেন, ইতালি আওয়ামী লীগে দুর্নীতিবাজ ভর করেছে। এই দুর্নীতিবাজদের এখনই প্রতিহত করতে হবে। আমরা বহু আন্দোলন-সংগ্রামের বিনিময়ে দালালমুক্ত ইতালি আওয়ামী লীগ গঠন করতে গিয়ে একটি দুর্নীতিবাজ আওয়ামী লীগ পেয়েছি, আমরা অচিরেই চিহ্নিত করে তাদের দল থেকে বিতাড়িত করবো।

তারা বলেন, আজ ৭ মার্চ বাঙালিদের জীবনের এক অবিস্মরণীয় দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ১৯ মিনিটের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আপামর বাঙালি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস হাজারো ত্যাগের বিনিময়ে অর্জিত হয় একটি স্বাধীন দেশ, অর্জিত হয় একটি মানচিত্র, যার নাম বাংলাদেশ। তারা আরো বলেন, ৭ মার্চ আমাদের গর্ব, অহঙ্কারের দিন, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার দিন।

সভায় বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতিসহ অসাংগঠনিক স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ড ইতালি আওয়ামী লীগকে প্রবাসীদের মাঝে বিতর্কিত ও বিভাজিত করেছে বলে অভিমত ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়