রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০

মালয়েশিয়ায় প্রচারণা সভায় হাই কমিশনার

সুন্দর জীবন গড়তে ‘প্রবাস স্কিমে’ অংশগ্রহণের আহ্বান

আমাদুল কবির ॥
সুন্দর জীবন গড়তে ‘প্রবাস স্কিমে’ অংশগ্রহণের আহ্বান

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ‘প্রবাস স্কিমে’ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ শামীম আহসান। 'প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন' স্লোাগানে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এ প্রবাস স্কিম ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণ বিষয়ক প্রচারণা সভায় হাই কমিশনার এ আহ্বান জানান।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে অগ্রণী রেমিটেন্স হাউজ ও বাংলাদেশ হাইকমিশন আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, দীর্ঘ মেয়াদে এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করা হবে।

তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

প্রচারণা সভায় সভাপতিত্ব করেন অগ্রণী রেমিটেন্স হাউজের সিইও সুলতান আহমেদ। ম্যানেজার মঞ্জুর মোরশেদ ও ম্যানেজার) (ফিন্যান্স) মোঃ মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রচারণা সভায় উপস্থিত রেমিটেন্স যোদ্ধারা সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের জন্যে পৃথক স্কিম চালু করায় সরকারকে ধন্যবাদ জানান। তারা বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতিকে সহজতর করার অনুরোধ করেন।

সভায় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রবাস স্কিম, সর্বজনীন পেনশন স্কিম ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণের ওপর উপস্থাপন করা হয় প্রচারণা। সভায় বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়