প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জার্মানিতে প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক নাগরিক সংবর্ধনার প্রস্তুতি
আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে জার্মানি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।
এদিকে দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে নিয়ে জার্মানি প্রবাসী আওয়ামী লীগের নেতা- কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফরকে সফল করার জন্যে ইতিমধ্যে মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, বন, বার্লিন সহ বিভিন্ন শহরে প্রস্তুতি সভা করেছে জার্মানি আওয়ামী লীগের নেতা- কর্মীরা।
টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম জার্মানি সফর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মানি আওয়ামী লীগের উদ্যোগে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় মিউনিখের 'বুরগার হাউজ গারচিং'-এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী জানিয়েছেন, চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো জার্মানি সফর করবেন, তাই দলীয় নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দিত। তিনি জানিয়েছেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মানি আওয়ামী লীগের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ঐতিহাসিক নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদিন দেশটি সফরে থাকবেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।