রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রিয়াদে ‘প্রবাস মেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব ব্যুরো ॥

‘উন্নয়নের অংশীদার, প্রবাসীরাও দাবিদার’ এ স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের রাজধানী রিয়াদে কেক কেটে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রবাসীদের নিয়ে প্রথম ম্যাগাজিন (প্রিন্ট ও অনলাইন) পত্রিকা ‘প্রবাস মেলা’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে রিয়াদ বাথা সানসিটি পলিক্লিনিক অডিটোরিয়ামে জমকালো শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রবাস মেলা’ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের ব্যক্তিগত উদ্যোগে প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাশিদ প্রবাস ব্যান্ডের মাওলানা ইউনুস উল্লাহ।

সানসিটি পলিক্লিনিকের মার্কেটিং ম্যানেজার সাংবাদিক ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি এবং আরটিভি ব্যুরো চীফ মোহাম্মদ আবুল বশির। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের প্রবীণ লেখক, কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিপা ট্রাভেলস এন্ড ট্যুরিজম কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মাওলানা উসমান গনী রাসেল, মার্কেটিং ডিরেক্টর হাফেজ শাহাদাত হোসেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, চট্টগ্রামের ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ হোসেন, গালফ স্টাইল কন্টাক্টিং কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম মোল্লা, সাউদ আল মোস্তাকবাল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মোঃ সাহাব উদ্দিন, কবি মারুফ,

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ব্যবসায়ী মোহাম্মদ সোহেল আলম, সানসিটি পলিক্লিনিকের মার্কেটিং সমন্বয়ক বেলাল হোসেন, মাওলানা ফয়সাল, প্রবাসী নাশিদ ব্যান্ডের পরিচালক আরিফ রাব্বানী, শাহাদাত আল মেহেদী, নিউজ২৪ রিয়াদ প্রতিনিধি রুস্তম খান, মাইটিভি রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ, ৫২ টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, নবীনগর ভয়েস প্রতিনিধি আল আমিন বিন নান্নু মিয়া , আইওয়ান টিভি প্রতিনিধি তানিয়া আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি দেলোয়ার হোসেন, নিজের বলার মতো একটি গল্প ফোরামের সাধারণ সম্পাদক লোকমান বিন নুর হাসেম, গাজী ট্রাভেলস্-এর পরিচালক মোঃ খোরশেদ গাজী, রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্রের প্রতিনিধি নিজাম উদ্দিন সহ সাংবাদিক, সাংস্কৃতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের মধ্যে থেকে প্রবাসীদের জন্যে উন্মুক্তভাবে কাজ করছে 'প্রবাস মেলা' পত্রিকাটি। তারা 'প্রবাস মেলা'র প্রকাশক শরীফ মুহাম্মদ রাশেদ সহ প্রবাস মেলা পরিবারের সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের বাইরে বিশ্বের ২১টি দেশ থেকে প্রতিনিধিরা কাজশেষে 'প্রবাস মেলা'য় সংবাদ পরিবেশন করছেন, যা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও 'প্রবাস মেলা' পরিবার প্রবাসীদের কল্যাণে কাজ করবে সেই প্রত্যাশা করেন সবাই।

রিয়াদের বাথা বাংলাদেশি সানসিটি পলিক্লিনিক অডিটোরিয়াম ব্যবহারসহ আন্তরিক সহযোগিতা করার জন্যে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাস মেলা প্রতিনিধি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়