বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

জার্মান সংসদে নাগরিকত্বের শর্ত সহজ করে আইন পাস

হাবিবুল্লাহ আল বাহার ॥
জার্মান সংসদে নাগরিকত্বের শর্ত সহজ করে আইন পাস

জার্মান পার্লামেন্টের (বুন্দেস্টাগ) সদস্যরা দেশটির নাগরিকত্ব আইনে ঐতিহাসিক পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। ফলে নতুন আইন অনুযায়ী জার্মানিতে টানা পাঁচ বছর বসবাসকারী বিদেশিরা নাগরিকত্বের জন্যে যোগ্য বলে বিবেচনা করা হবে। এছাড়াও বিদেশীরা তাদের আসল জাতীয়তা বহাল রাখতে পারবেন অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। শুক্রবার জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেস্টাগ ন্যাচারালাইজেশনের আইন শিথিল করার এবং দ্বৈত নাগরিকত্বের পক্ষে এই ভোট দিয়েছে।

জার্মান সরকার বলেছে, আইনটি জার্মানিকে আন্তর্জাতিকভাবে দক্ষ কর্মীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।

বুন্দেস্টাগের সদস্যদের ৩৮২ জন সদস্য আইনটি পাসের পক্ষে ভোট দিয়েছেন, ২৩৪ জন বিপক্ষে ভোট দিয়েছেন এবং ২৩ জন ভোট প্রদান থেকে বিরত ছিলেন। ক্ষমতাসীন জোট সরকারের সদস্যরা অর্থাৎ চ্যান্সেলর ওলাফ শোলজের সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি), ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) এবং গ্রিন পার্টির সদস্যরা আইনটির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে দেশটির বিরোধী দল রক্ষণশীল ডানপন্থী দলগুলোর সদস্যরা এই বিলের বিরোধিতা করেছেন।

নতুন আইন অনুযায়ী পাঁচ বছর ধরে জার্মানিতে বসবাস করছেন এমন বিদেশীরা শর্ত পূরণ সাপেক্ষে জার্মান পাসপোর্টের জন্যে আবেদন করতে পারবেন, যা বর্তমানে ৮ বছর। তবে কেউ যদি জার্মান ভাষায় সি ওয়ান স্তরের এবং কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব দেখাতে পারেন, তাহলে তিন বছর পরেই নাগরিকত্বের জন্যে আবেদন করতে পারবেন। নতুন এই আইনের ফলে বিদেশীরা যে দেশ থেকে এসেছেন সেই দেশের নাগরিকত্বও বহাল রাখতে পারবেন। যা বর্তমানে শুধুমাত্র ইউরোপের অন্যান্য দেশ ও সুইজারল্যান্ডের নাগরিকদের জন্যে অনুমোদিত।

বয়স্ক মানুষ এবং শিশুরাও নতুন আইনের সুবিধা পাবে। ৬৭ বছরের বেশি বয়সীরা নাগরিকত্বের জন্যে আবেদন করতে ভাষা দক্ষতা (বি ওয়ান-স্তরের জার্মান) এবং নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে না। এছাড়াও সন্তান জন্মের সময় যদি বিদেশী পিতা বা মাতা একজন পাঁচ বছর ধরে জার্মানিতে বৈধভাবে বসবাস করে থাকেন, তাহলে তাদের শিশু জার্মান নাগরিকত্ব লাভ করবে।

জার্মান গ্রিন পার্টির নেতা, প্রবাসী বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া বলেছেন, জার্মানিতে বর্তমানে দক্ষ জনশক্তির অনেক প্রয়োজন। নাগরিকত্ব আইনের এই পরিবর্তনের ফলে দক্ষ কর্মীর এই সংকট কিছুটা হলেও দূর হবে। তিনি জানিয়েছেন, যেহেতু বুন্দেস্টাগ সদস্যরা আইনটি পাস করার পক্ষে ভোট দিয়েছেন, এখন এটি জার্মানির নিয়ম অনুযায়ী বুন্দেসরাট হয়ে প্রেসিডেন্ট ফ্রাংকভালটার স্টেইনমায়ারের স্বাক্ষরের জন্যে উপস্থাপন করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল বা মে থেকে আইনটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

মিশরে বিশ্বের ২য় বৃহত্তম বই মেলা চলছে

আফছার হোসাইন।। প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানীর নিউ কায়রোস্থ আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ৫৫ তম ‘কায়রো আন্তর্জাতিক বইমেলা’ ২০২৪।

দেশটির প্রধানমন্ত্রী ডঃ মোস্তফা মাদবউলি গত ২৪ জানুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এই বই মেলা। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী ড. নেভিন কিলানি, মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও কায়রো সিটি গভর্নর, সম্মানিত অতিথি নরওয়ের রাষ্ট্রদূত হিলডা ক্লিমটসডাল, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, লেখক, প্রকাশক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

৮০ হাজার বর্গমিটারেরও বেশি আয়তনের দৃষ্টিনন্দন এই মেলায় রয়েছে সুউচ্চ চিত্তাকর্ষক পাঁচটি হল। বাইরে রয়েছে বিশাল চত্বর, মনোমুগ্ধকর নানান সাজের পুষ্পোদ্যান ও রঙ বেরঙের আলোয় সজ্জিত পানির ফোয়ারা। যেখানে ৭০টি দেশের ১ হাজার ২০০-এর বেশি প্রকাশনী সংস্থা ও ৫ হাজার ২৫০ টি প্রদর্শক অংশ গ্রহণ করছে।

মেলায় আরো রয়েছে ৫০০- এর মত ইভেন্ট। মিশরের সংস্কৃতি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এবার সম্মানিত অতিথি দেশ নরওয়ে। তাছাড়াও বিশিষ্ট ইজিপ্টলজিস্ট সেলিম হাসান এবং শিশুতোষ ঔপন্যাসিক ইয়াকুব শারুনি বর্ষসেবা ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হয়েছেন মেলায়।

এই বই মেলার সুবিন্যস্ত স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশ, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের নজরকাড়া প্যাভিলিয়ন। বই বিক্রি ছাড়াও প্রতিদিন এসব প্যাভিলিয়নে দেশ-বিদেশের প্রখ্যাত ও বরেণ্য ব্যক্তিদের নিয়ে চলে সভা-সেমিনার, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির নানান বর্ণাঢ্য আয়োজন।

শনিবার (২৭ জানুয়ারি) বই মেলায় গিয়ে দেখা হয় বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীর সাথে। বিভিন্ন দেশের প্যাভিলিয়নে ঘুরতে ঘুরতে এদের সাথে কথা হয় বই ও বই মেলা নিয়ে।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী সাইমুম আল-মাহদী বলেন, ৫৬ হাজার বর্গ মাইলের লাল সবুজের ভূখণ্ড আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে ৬ হাজার কিলোমিটার দূরে, নীলনদ, পিরামিডের দেশ, মিশরের সাহারা মরুভূমির মাঝে এক অনবদ্য আয়োজন

কায়রো আন্তর্জাতিক বই মেলা। প্রতি বছর, এই সময়টির অপেক্ষায় আমরা পথ চেয়ে থাকি অত্যন্ত সুলভ মূল্যে এখান থেকে গ্রন্থ সংগ্রহ করার জন্যে। মেলায় বিভিন্ন দেশের স্টল থাকলেও দুঃখের বিষয়, বাংলাদেশের কোনো স্টল নেই। বাংলাদেশ সরকার ও মিশরে বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করবো আগামীতে বিশ্বের এই বৃহত্তম মেলায় একটি বাংলাদেশি স্টল রাখার জন্যে। যেখানে থাকবে লাল সবুজের একটি পতাকা।

আরেক শিক্ষার্থী আনোয়ার হোসেন আজাদ বলেন, ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের দেশ মিশর। প্রতিবছর এদেশে বিশ্বের ২য় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়। আমি মনে করি, বইমেলা শুধুমাত্র বই ক্রয় বিক্রয়ের জন্য নয়, বরং এটি একটি সাংস্কৃতিক এবং শিক্ষামূলক মিলন মেলা। বইমেলায় আসলে শিক্ষামূলক অনেক কিছু শেখা যায়।

বই কিনতে আসা শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, জ্ঞান পিপাসু জামে আল আযহারের ছাত্ররা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে--কবে শুরু হবে ঐতিহাসিক সেই আন্তর্জাতিক বই মেলা। কেননা ছাত্ররা এখান থেকে সুলভ মূল্যে কিতাব কিনতে পারে। আর যা তাদেরকে দিন শেষে একজন হক্কানী আলেম হয়ে গড়ে ওঠার ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করে। এ বছর আমার ডিপার্টমেন্টের তাফসির, হাদিস রিলেটেড কিছু গ্রন্থ ক্রয় করবো ইনশাআল্লাহ।

আরব বিশ্বের প্রাচীন ও বিশ্বের অন্যতম বৃহত্তম কায়রো আন্তর্জাতিক বইমেলাটি ১৯৬৯ সালে কায়রো শহর প্রতিষ্ঠার হাজার বছর পূর্তি উপলক্ষে তৎকালীন সংস্কৃতিমন্ত্রী প্রথম উদ্বোধন করেন। কালক্রমে এর পরিধি ও সমৃদ্ধি এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, বর্তমানে কোনো কোনো সমীক্ষায় একে ফ্রাঙ্কফুট বই মেলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বই মেলার স্বীকৃতি দেয়া হয়েছে।

ইসলামি সাহিত্যের সবচেয়ে বড় এই বইমেলাটি প্রতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলে।

মিশরে বিশ্বের ২য় বৃহত্তম বই মেলায় বই হাতে প্রবাসী লেখক

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়