প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশী শীতকালীন পিঠা উৎসব
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসের কর্মক্লান্ত জীবনে পরিবার নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয় রাজধানী রিয়াদে।
২৮ লাখ প্রবাসী বাংলাদেশী থাকলেও শুধু রাজধানী রিয়াদেই রয়েছে ১৬ লাখ প্রবাসী বাংলাদেশী, যাদের অনেকেই পরিবার নিয়ে থাকেন। শুক্রবার ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে প্রবাসের মাটিতে দেশীয় হরেকরকম পিঠা উৎসবে আসেন সবাই।
প্রবাসে বসবাসরত বাংলাদেশি রুবিনা সুলতানা দম্পতি আয়োজন করেন পিঠা উৎসবের। বাসা থেকে নিজ দায়িত্বে দেশীয় পিঠা বানিয়ে নিয়ে আসেন অনেকেই। দেশীয় পিঠা দিয়ে আগত সবাইকে আপ্যায়ন করা হয়। বাচ্চাদের জন্যে দুটি গ্রুপে ছিলো ব্যতিক্রমী চকলেট দৌড়। এতে আনন্দ মেতে উঠেন শিশুরা। সাথে ছিলো তাদের পরিবার।
শীতকালীন পিঠা উৎসব ২০২৪ হলেও সেখানে ছিলো নারীদের মিউজিক্যাল বালিশ খেলা, মিউজিকাল চেয়ার খেলা ও পুরুষদের জন্যে বালিশ খেলা। খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেয়া হয়।
পিঠা উৎসবে আগত অতিথিরা বলেন, প্রবাসের মাটিতে দেশীয় এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। দেশীয় কৃষ্টি-কালচার যত বেশি তুলে ধরা হবে, তত বেশি জানার সুযোগ পাবে শিশুরা। এছাড়া বাণিজ্যিকভাবেও দেশীয় পিঠা উৎসবের আয়োজন করা হলে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন অনেকেই। সবশেষে দেশীয় শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্থানীয় সময় রাত ১ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।