প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
স্পেনে প্রবাসীদের উদ্যোগে ঈছালে ছওয়াব মাহফিল
স্পেনের রাজধানী মাদ্রিদের শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদের উদ্যোগে মঙ্গলবার (৯ জানুয়ারি) আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রাহঃ-এর ঈছালে ছওয়াব উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মাওলানা খলিলুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি ছিলেন স্পেন আল ইসলাহর সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক ও মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি হাফিজ আবুল কাশেম। শুরুতে নাতে রাসূল (সাঃ) পাঠ করেন হাফিজ আবু তাহের মিসবাহ।
প্রধান অতিথি বলেন, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসূলের (সাঃ) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া-আখেরাতে সফল হতে পারবো। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে, তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে। তিনি স্পেনের অতীত ইতিহাস নিয়ে আলোচনা করে বলেন, একসময় এই স্পেন মুসলমানদের দখলে ছিল। আজ ইহুদিদের দখলে হলেও মুসলমানরা বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা নির্মাণ করছেন দেখে আমার অনেক ভালো লাগলো। এক সময় স্পেনে তিনটি বিশ্ববিদ্যালয় ছিল কর্ডবা, গ্রানাডা আর তলেদো শহরে; সেগুলোতে মুসলমানদের সন্তানরা লেখাপড়া করতো।
আল্লামা ফুলতলী ছাহেবের রেখে যাওয়া বিভিন্ন খেদমতের বর্ণনা দিতে গিয়ে বলেন, তাঁর রেখে যাওয়া খেদমতগুলোর মধ্যে অন্যতম ছিলো কুরআনের খেদমত, যা থেকে দেশ বিদেশে লক্ষ লক্ষ ক্বারী ছাহেব সহীহ্ শুদ্ধভাবে কুরআনের শিক্ষা দিচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ সাইদুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, হাবীব আলী, আহমেদ আসাদুর রাহমান সাদ, আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক (উনু মিয়া), রাজু আহমেদ, কাওসার হোসাইন টিপু, মাঈনুদ্দিন আল ক্বাদেরী, আব্দুল হামিদ, জাহেদ আহমেদ ,জসিম উদ্দিন, সাজ্জাদ মিয়া, ছমির উদ্দিন, বেলায়েত হোসেন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ ধর্মভীরু মুসল্লিরা।
মাহফিল শেষে প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ এবং মুর্দেগানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করেন।