রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক কমিটি গঠন

সিদ্দিকুর রাহমান ॥
মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক কমিটি গঠন

স্পেনে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে মাদ্রিদে বসবাসরত প্রবাসী মৌলভীবাজার জেলা বাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। সংগঠনের সভাপতি আমিনুর রশিদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আলমের যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক বকুল খান।

সাধারণ সভায় সকলের সর্ব সম্মতিতে আগামী ৩ মাসের জন্যে ১৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক আমিনুর রশিদ রাজু, সদস্য সচিব বকুল খান, যুগ্ম আহবায়ক রমিজ উদ্দিন, খায়রুজ্জামান জামান, আব্দুল মতিন , আব্দুল মোতালেব বাবুল, মনির উদ্দিন,

কাউছার হোসেন টিপু, শিপার আহমদ, ইফতেখার আলম, আব্দুর রাজ্জাক , রাসেল আহমদ ও আব্দুল হক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক, সামছুল ইসলাম, রাজু আহমদ, মাওলানা আবুল কালাম শিবলু, মৃণাল কান্তি দে মিটু, কামরুল হাসান প্রমুখ।

স্পেনে অবস্থানরত মৌলভীবাজারের অধিবাসীদের সঙ্গে সুসম্পর্ক গড়ার প্রত্যয়ে গড়ে তোলা হয়েছে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন ইন স্পেন। এটি বস্তুত প্রবাসী মৌলভীবাজারের জনগোষ্ঠীর এটি এক মিলনক্ষেত্র। এই সংগঠন পৃথিবীর নানা দেশে বসবাসরত মৌলভীবাজারবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপন ও সম্প্রীতি বৃদ্ধির জন্যে কাজ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়