রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ভেনিসে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সংবর্ধনা

জমির হোসেন ॥
ভেনিসে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সংবর্ধনা

ইতালির ভেনিসে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলামের সম্মানে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভা করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর ইতালির ভেনিসে মেস্ত্রের অভিজাত লিওনার্দো রয়েল হোটেলের হলরুমে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস কর্তৃক এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে ভেনিস ও পাদোভার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আজাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক, সিনিয়র আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিন দুলাল। বিশেষ অতিথি ছিলেন মিলানস্থ কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ, বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালির উপদেষ্টা ও ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বাংলাদেশ ও ইতালির জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিজয়ের মাসে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে সংবর্ধিত প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।স্বাগত বক্তব্য রাখেন সমিতির ১নং সদস্য শরীফ মৃধা ও মানপত্র পাঠ করেন সহ-সভাপতি কবি মনির উদ্দিন।

বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ভেনিসে এই প্রথমবারের মতো রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে প্রবাসীদের জন্যে দূতাবাস ও মিলান কনসাল জেনারেলের সেবা সংক্রান্ত ও প্রবাসে মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশীদের যে কোনো সমস্যায় দূতাবাসে ২টি জরুরি মোবাইল সেবা চালু করা হয়েছে। তিনি সর্বদা প্রবাসীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি তাঁর বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ভেনিস আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালী, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম, ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি মোবারক হোসাইন, আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিসের সাবেক সভাপতি তাজুল ইসলাম, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, ভেনিস যুবদলের সভাপতি আকবর খানসহ স্ত্রী ও পাদোভা থেকে আগত নেতৃবৃন্দ।

আলোচনা শেষে রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলামকে ভেনিস আওয়ামী লীগ, যুবলীগ, ভেনিস বিএনপি, যুবদলসহ বিভিন্ন আঞ্চলিক সমিতি শরীয়তপুর, কিশোরগঞ্জ, ভৈরব, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, আব্দুল্লাপুর, ভেনিস বাংলা স্কুলসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়