রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আলোচনা সভা

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে ॥
স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আলোচনা সভা

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯ ডিসেম্বর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিপুল সংখ্যক প্রবাসী বৃহত্তর ফরিদপুরবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের প্রধান আহ্বায়ক হেমায়েত খানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব ইউনুছ আলী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমদাদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবলু মৃধা, জসিম উদ্দিন বেপারী, আক্তার হোসেন, কাদের ঢালী, আব্দুল আওয়াল খান, মিজান হাওলাদার, হেদায়েত হোসাইন আকাশ, মাসুম শেখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন দীন মোহাম্মদ। সভায় বক্তারা বৃহত্তর ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে তুলে ধরেন।

মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি নামক সংগঠনটি একটি ঐক্যের ধারক ও বাহক। আহ্বায়ক কমিটির দায়িত্বশীলরা জানান, খুব শীঘ্রই বৃহত্তর ফরিদপুরের সবার সাথে পরামর্শ করে একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হবে। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়