রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

সৌদি আরবের ভারত দূতাবাসে বাংলাদেশি ‘দামাল’ চলচ্চিত্রের প্রদর্শনী

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব ব্যুরো ॥
সৌদি আরবের ভারত দূতাবাসে বাংলাদেশি ‘দামাল’ চলচ্চিত্রের প্রদর্শনী

সৌদি আরবের রিয়াদে ভারতীয় দূতাবাস কর্তৃক আয়োজিত '11th Ambassador's Choice : International Film Festival '-এ বাংলাদেশী চলচ্চিত্র 'দামাল' প্রদর্শিত হয়েছে। এতে সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ড. সুহেল এজাজ খান, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মোঃ আবুল হাসান মৃধা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সৌদি অফিসিয়াল ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরা উপস্থিত ছিলেন।

দর্শকরা 'দামাল' চলচ্চিত্রে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও সমসাময়িক ঘটনাবলি দেখতে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। উপস্থিত বাংলাদেশী কমিউনিটির সদস্যরা চলচ্চিত্রটির প্রশংসা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি এ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগদানে রিয়াদস্থ ভারতীয় দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডিসেম্বর মাস আমাদের জন্যে অত্যন্ত গর্বের মাস। এ মাসে আমরা আমাদের মহান বিজয় অর্জন করেছি। এ সময় তিনি গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি।

মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটি প্রদর্শনে সহযোগিতার জন্যে এ সময় ইমপ্রেস টেলিফিল্মকে ধন্যবাদ জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়