প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
পালেরমো, ইতালি
বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য- কৃষ্টি-সংস্কৃতি প্রবাসের মাটিতে প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটি, পালেরমো ইতালির উদ্যোগে গত ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে স্থানীয় একটি হল রুম শান্তা কিয়ারায়।
সংগঠনের সভাপতি ভূপেন সূত্রধর ভূপেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র রবের্ত লা গাল্লা। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আলমগীরের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আখতার হোসেন মুক্তার, গীতা পাঠ করেন জয়ী দত্ত।
বক্তব্য রাখেন পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দর মিয়া, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আকন্দ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সিনিয়র সহ-সভাপতি জাহিদ আহমেদ রুবেল, বিএনপির সহ-সভাপতি হাসান নূর চৌধুরী, দুর্বার যুব সমাজের সভাপতি ওয়ালিউর রহমান সোহেল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী ও একতা পরিষদের সভাপতি আবুল হোসাইন।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুক্তার মিয়া, মোহাম্মদ আলী, আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক কাবিল মিয়া, আলী ইসলাম, লাভলু মিয়া, ফুজায়েল তালুকদার, শাহ আলম সাগর, জাকির হোসেন, আতাউর মিয়া।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এমেলী সাহা, চ্যানেল আই সেরা কণ্ঠ জিসা শ্যাম ও জাকির হোসেন। নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।