প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন
মহান বিজয় দিবস উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বিজয় উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় সময় শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েসের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মুরাদ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি আব্দুস সোবহান, আবুল কালাম আজাদ বেঙ্গল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা, জালালাবাদ এসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক আব্দুল কাইয়ুম সেলিম, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ , অভিনেতা ইনসাফ সুমন, হাবিব আলী, ফয়জুর রহমান (বড় ভাই) সহ কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান , সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, সহঃ কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, সহঃ প্রচার ও অফিস সম্পাদক এমদাদুল হক, সহঃ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামিম খান বিপ্লব, ক্রীড়া সম্পাদক সুমন হাওলাদার, মহিলা সম্পাদিকা জোসনা বেগম ও সহঃ মহিলা সম্পাদিকা রুমী খালেদা।
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিশেষ করে মাদ্রিদ কমিউনিটির ভাবীরা, বোনরা ও কচি-কাঁচা শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের মাধ্যমে দর্শককে মাতিয়ে রাখেন সঙ্গীতশিল্পী শামীম খান বিপ্লব, জহির আহমেদ ও রাতুল খান।