রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বড়দিনে ইতালিসহ নতুন সাজে ইউরোপ

ইতালি প্রতিনিধি ॥
বড়দিনে ইতালিসহ নতুন সাজে ইউরোপ

বড়দিন ও ইংরেজি নতুন বছরকে ঘিরে ইতালির রাজধানী রোমসহ ইউরোপের প্রতিটি শহর নতুনভাবে সেজেছে। বড় বড় শপিংমল, সুপার মার্কেট, দোকান ও রাস্তা এখন নতুন আলোয় সজ্জিত হয়েছে। বড়দিনের আগমনে ছোট-বড় সবার মনে নতুন এক আনন্দের ধারা বয়ে চলেছে। সরেজমিনে দেখা যায়, রোমের বড় শপিং মলগুলো বড়দিনের আলোয় আলোকিত এবং নানা ধরনের বাতিতে বর্ণিল সাজে সেজেছে। সভ্যতার দেশ ইতালিতে প্রতি বছর এই দিনটি আসলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শহরগুলোকে ভিন্নরূপে দেখা যায়। পাড়া-মহল্লা কৃত্রিম গাছে বাতি দিয়ে সাজানো হয়। এর ফলে নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়। ব্যবসা প্রতিষ্ঠান অন্য স্বাভাবিক সময়ের তুলনায় চাঙ্গা হতে থাকে। দেশি-বিদেশি সবার মাঝে উৎফুল্ল মনোভাব বিরাজ করে। এ উপলক্ষে বাড়তি কেনাকাটার ধুম পড়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রতিটি শপিং মল থাকে লোকে লোকারণ্য। বিশেষ করে ছুটির দিনে উপচেপড়া মানুষের ভিড় পরিলক্ষিত হয়।

শুধু ইতালি নয়, পুরো ইউরোপজুড়ে চলছে এমন সাজ সাজ অবস্থা। ইতালি আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এ প্রতিবেদককে জানান, লন্ডনে বিশেষ করে সেন্ট্রাল লন্ডনে প্রতিবারের মতো এবারও বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। অক্সফোর্ড স্ট্রিট, কানারিওয়ার্পসহ প্রায় সারা শহর জুড়েই বড় দিনের আমেজ বইছে।

জার্মান প্রবাসী সাংবাদিক ও মানবাধিকার কর্মী হাবিব উল্লাহ বাহার ফ্রন্ট ফোর্ট থেকে জানান, বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে জার্মানির প্রত্যেকটি শহর। সুপার মার্কেট, রেলস্টেশন সহ সকল জনাকীর্ণ স্থানে আলোকসজ্জা করা হয়েছে।

ইতালি আওয়ামী লীগের মিলান লম্বারদিয়া শাখার প্রচার সম্পাদক মামুন হাওলাদার বলেন, বরাবরের মতো এবারেও রাস্তাঘাট, দোকানপাট ও ছোট-বড় সব মার্কেট অসাধারণভাবে সেজেছে। আমার মনে হয়, অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি সাজানো হয়েছে।

স্পেন প্রবাসী সাংবাদিক সিদ্দিকুর রহমান জানান, বড়দিনকে ঘিরে স্পেনের সর্বত্রই একটা সাজ সাজ ভাব, আলোকসজ্জার বর্নিল সাজে সজ্জিত হয়েছে বড় বড় শহরগুলো, ঝলমলে আলোকচ্ছটায় রঙিন হয়ে উঠছে ছোট শহরগুলোও। রাজপথ শপিংমল সবখানেই চোখ ধাঁধানো আলোর ঝলকানি। সবখানেই বইছে খুশির বন্যা। সবধরনের ব্যবসায়ীদের মাঝে একটা উৎসব উৎসব ভাব। সারাবছর তারা যে ব্যবসা করে তার অধিকাংশ লাভের হিসাবটা পরিপূর্ণ হয় বড়দিনকে ঘিরে। ২৫ ডিসেম্বর বড়দিনের মাস দেড়েক আগে থেকেই নানা ধরনের ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় পসরা সাজিয়ে রাখেন গ্রাহকদের আকৃষ্ট করতে। বাংলাদেশি ব্যাবসায়ীদের মাঝেও বড়দিনকে ঘিরে উৎসব আনন্দের কমতি নেই। তাদের প্রত্যাশা বড়দিন সবার জন্যে বয়ে আনবে সুখ শান্তি হাসি আনন্দ।

সেন্ট্রাল লন্ডন, টাউয়ার ব্রিজ থেকে প্রবাসী লেখক রাকেশ রহমান জানান, লন্ডনের বড় দিনের সাজই আলাদা, অলি-গলি পর্যন্ত সাজানো হয়। বাংলাদেশের বিয়ে বাড়ি যেমন সাজে। বিশেষ করে সার্ধ টাওয়ার নভেম্বর থেকে নানান রঙে সেজেছে। সেই সাথে সেন্ট্রাল লন্ডনের বর্ণনা না-ই বা টানলাম।

পর্তুগাল প্রবাসী সাংবাদিক ফরিদ আহমেদ পাটওয়ারী জানান, প্রতি বছরই একটি ভিন্ন সাজে পর্তুগালের সব শহর রঙিন আলোয় আলোকিত হয়। সন্ধ্যার পর শহরগুলো মনে হয় যেন এক কল্পনার নগরী, স্থানীয় নাগরিকদের সাথে সাথে প্রবাসীরাও এই আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে পড়েন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়