রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

স্পেনের কাতালান ক্রিকেট লীগে বাংলাদেশী ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

সিদ্দিকুর রাহমান, স্পেন ॥
স্পেনের কাতালান ক্রিকেট লীগে বাংলাদেশী ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব ১৫ দল কাতালান ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের পক্ষ থেকে 'ট্রফি সেলিব্রেশন ডিনারে'র আয়োজন করা হয়। রোববার (১০ ডিসেম্বর) বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ আয়োজনে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব এবং বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের সকল কর্মকর্তা, খেলোয়াড়, প্রশিক্ষকসহ স্থানীয় বাঙালি কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সহযোগী সংগঠন 'বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাব'-এর সভাপতি আফাজ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় ডিনারপূর্ব আলোচনায় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সফলতার নানা প্রসঙ্গ তুলে ধরেন ক্লাবটির সভাপতি ময়েজ উদ্দিন, অধিনায়ক মোহন রহমান ও বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের সাংঠনিক সম্পাদক জাফার হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য মিরণ নাজমুল, সালাহ উদ্দিন, সাদি রহমান, শাহজালাল জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল বাসেত কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম চৌধুরী, বিজনেস অ্যাসোসিয়েশন সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, বিজনেস ক্লাব সভাপতি সাজিদ রহমান, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের পরিচালক সেলিম হোসেন খান, উজ্জ্বল হাসান, মারুফ আলী, রুহুল আমিন প্রমুখ। বক্তারা কাতালান লীগে কিংস ক্রিকেট ক্লাব অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের সকল খেলোয়াড়ের অভিনন্দন জানান। বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের গড়া ক্রিকেট ক্লাবের সফলতা কামনা করে বক্তারা স্পেনের জাতীয় ক্রিকেট দলে এ ক্লাবের খেলোয়াড়রা অন্তর্ভুক্ত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশি এ দলের জন্যে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস প্রদান করেন বক্তারা। আলোচনা শেষে উপস্থিত সবাইকে রাতের খাবার দিয়ে আপ্যায়ন করানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়