রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

রিয়াদ সীজন মঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক ইভেন্ট সম্পন্ন

সৌদি আরব প্রতিনিধি ॥
রিয়াদ সীজন মঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক ইভেন্ট সম্পন্ন

সৌদি আরবে জমে উঠেছে রিয়াদ সীজন। চলছে বিভিন্ন দেশের দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। সৌদি সরকার পর্যটন শিল্পকে নান্দনিক করে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করার লক্ষ্যে রাজধানী রিয়াদের আল সোয়াদি পার্কে আয়োজনে করেছে রিয়াদ সীজন। এবারের রিয়াদ সীজন মঞ্চে বিশ্বের ৭ টি দেশ অংশ নিয়েছে। ৩ ডিসেম্বর ষষ্ঠ দেশ হিসেবে রিয়াদ সীজন মঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক ইভেন্ট শুরু হয়।

সৌদি সরকার রিয়াদ সীজনকে জনপ্রিয় করে তুলতে সকল দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরতে পেরেছেন। ইতিমধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সুদান, ফিলিপাইনের ইভেন্ট শেষ হয়েছে। যেখানে যার যার দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আগত দর্শকদের সামনে পরিবেশন করার সুযোগ পেয়েছে। কর্মক্লান্ত জীবনে মনে প্রশান্তি আনতে পরিবার পরিজন, বন্ধুদের নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে।

৩ ডিসেম্বর থেকে রিয়াদ সীজন মঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক পর্ব শুরু হয়ে চলেছে ৯ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে বাংলাদেশের বাদ্যযন্ত্র ঢোলের তালে নেচে, গেয়ে , ব্যান্ড বাজিয়ে, নানান সাজে, রিক্সায় চড়ে আগত দর্শকদের মাতিয়ে তুলতে রিয়াদের আল সুয়াইদি পার্কের ৪ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেন বাংলাদেশের শিল্পীরা। তুলে ধরেন দেশীয় কৃষ্টি কালচার।

রিয়াদ সীজন মঞ্চে নিজ দেশীয় সাংস্কৃতিক পর্বে বাউল গান, ফোক গান, রিয়াদের স্থানীয় প্রবাস বাংলা ব্যান্ড শিল্পীরা সংগীত পরিবেশন করে আগত দর্শকদের মাতিয়ে তোলেন। গানের তালে বাংলাদেশী ছাড়াও সৌদি নাগরিক সহ অন্যান্য দেশের অভিবাসীদের উল্লাস করতে দেখা যায়।

রিয়াদ সীজন আল সোয়াদি পার্কে অভিবাসীরা তাদের পরিবার নিয়ে ছুটে আসেন। বিশাল আয়োজনে রয়েছে শিশুদের আনন্দ উচ্ছ্বাসে রাখার জন্যে খেলাধুলার ব্যবস্থা, রয়েছে বিভিন্ন দেশের পুরাতন স্মৃতি নিয়ে প্রদর্শনী।

রিয়াদের প্রতিটি শহরে বছর জুড়েই এমন আয়োজন চলতে থাকে। রিয়াদ সীজনের পাশাপাশি শুরু হবে জেদ্দা সীজন। সেখানেও সকল দেশের নাগরিকদের পরিবার নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে আবেদন করেই বিনা মূল্যে সবাই পেয়ে যাচ্ছেন গেট পাস। তবে রিয়াদ সীজন জুড়ে রয়েছে প্রশাসনের কঠোর নিরাপত্তা।

বিশ্বের মাঝে সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্যসহ পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তুলতেই এমন আয়োজন। নেচে গেয়ে রিয়াদ সীজনে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন আগত দর্শকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়