প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
৭ জানুয়ারির নির্বাচনে নৌকার প্রচারণা নিয়ে সৌদি আরব মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা
‘শেখ হাসিনার নির্দেশ--স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে ৭ জানুয়ারি নৌকার প্রচারণা নিয়ে ৬ ডিসেম্বর রাতে সামসিয়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকল বীর মুক্তিযোদ্ধার সম্মানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি কবি মোহাম্মদ বশির খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহম্মেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং সৌদি আরব মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রধান উপদেষ্টা লায়ন ইসমাইল হোসেন।
অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মোঃ ইলিয়াস, আলী নুর ইসলাম রনি, কামাল পাটোয়ারী, গিয়াস মজুমদার, এইচ এম আলমগীর হোসেন, আবুল বাশার মাতবর, ফারুক হোসেন, শ্রী বাবুল দাস, শেখ জামাল, আকরাম ফকির, ফারুক মাহমুদ, নজরুল ইসলাম প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সৌদি আরব মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি মোঃ মনির হোসেন ও মোঃ সুমন খান।
বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নেতা-কর্মীদের সরকারের উন্নয়ন গুলো তুলে ধরতে হবে। স্বতন্ত্র প্রার্থী কে হলেন তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, নৌকা মার্কার প্রার্থী যিনি তার জন্যে কাজ করুন। কেননা দেশের উন্নয়ন অগ্রগতিতে বার বার দরকার, শেখ হাসিনা সরকার।
সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।