রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

স্পেনের পাসপোর্ট এখন

বিশ্বের সেরা দুইয়ে

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে ॥
স্পেনের পাসপোর্ট এখন

সারা পৃথিবীর মধ্যে স্প্যানিশ পাসপোর্ট বিশ্বের শীর্ষ দুই শক্তিশালী পাসপোর্টে স্থান পেয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সারা পৃথিবীর মধ্যে সিঙ্গাপুরের পাসপোর্টই এখন সবচেয়ে শক্তিশালী। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা পৃথিবীর ২২৭টি দেশের মধ্যে সর্বাধিক ১৯৩টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

সম্প্রতি হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশগুলোর রেংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, জার্মানি ও ইতালি। এই দেশের পাসপোর্টধারীরা পৃথিবীর ১৯০টি দেশে দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন এবং তৃতীয় স্থান অধিকারী দেশ অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন বিশ্বের ১৮৯টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষ ৫টি দেশ হলো : সিঙ্গাপুর (১৯৩ গন্তব্য), স্পেন, জার্মানি ও ইতালি (১৯০ গন্তব্য), জাপান, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন (১৮৯ গন্তব্য), ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য (১৮৮ গন্তব্য), বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল ও সুইজারল্যান্ড (১৮৭)।

এছাড়া বিপরীত প্রান্তে রয়েছে আফগানিস্তানের নাম। আফগানরা ভিসা ছাড়াই কেবল ২৭ টি দেশে ভ্রমণ করতে পারে। বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশগুলোর মধ্যে ইরাকের ২৯টি দেশে এবং সিরিয়ার ৩০টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করার সুযোগ রয়েছে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (ওঅঞঅ)-এর ডেটার উপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট ইনডেক্স ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল দেশগুলোতে অ্যাক্সেসের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক ভ্রমণের স্বাধীনতা পরিমাপ করা হয়ে থাকে এবং পরিবর্তন হিসেবে সারা বছর রিয়েল-টাইমে আপডেট করা হয় ভিসা নীতি কার্যকর হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়