রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে মালয়েশিয়া আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
আহমাদুল কবির, মালয়েশিয়া ॥

মালয়েশিয়ায় বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ার হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দাতু শ্রী কামরুজ্জামান কামাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কল্পনাতীত উন্নয়ন হয়েছে। পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, সমুদ্র সীমানা বিজয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, তাতে দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।’

তিনি বলেন, ‘বিএনপি সেটা বুঝেই নির্বাচনে আসতে চাচ্ছে না। তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় আসতে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের উপর আস্থা রাখে।’

কামরুজ্জামান কামাল বলেন, ‘আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণও বিশ্বাস করে, বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।

গত ১৯ নভেম্বর মালয়েশিয়া বিএনপি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে প্রবাসীদের মাঝে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।'

সংবাদ সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘আমরা মনে করি, তারা প্রবাসীদের বিভ্রান্ত করতে পারবে না। কারণ প্রবাসীরা জানেন, দেশে কী পরিমাণ উন্নয়ন হয়েছে। প্রবাসীরা দেশে তাদের পরিবারের সদস্যদের নৌকা মার্কায় ভোট দেয়ার জন্যে বলবেন নিশ্চয়। কারণ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।’

মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেসব কথা তুলে ধরা হবে বলে জানান মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দাতু আক্তার হোসেন, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, দাতু শ্রী জালাল উদ্দিন সেলিম, আলহাজ্ব সাখাওয়াত হক জোসেফ ও শওকত আলী তিনু। আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, প্রদীপ বিশ্বাস, আমিন সিকদার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বিএম বাবুল হাসান, সোহাগ সরকার, মশিউর রহমান লিংকন, আপেল মাহমুদ, মওদুদ মোল্লা, আবুল বাসার, খোরশেদ আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়