রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মালয়েশিয়ায় নিখোঁজ ৪ বাংলাদেশী আটক ॥ নিহত শ্রমিকদের মৃত্যুতে হাইকমিশনের শোক
আহমাদুল কবির, মালয়েশিয়া ॥

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধসে নিখোঁজ ৪ বাংলাদেশী শ্রমিককে পুলিশ আটক করেছে। কারণ তারা ঘটনা ঘটার পর পরই কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গিয়েছিল। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান স্থগিত করেছে।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ সাংবাদিকদের বলেছেন, বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় পেনাংয়ের বায়ান লেপাসে পুলিশ তাদের ট্র্যাক করতে সক্ষম হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, তারা ঘটনার সময় ঘটনাস্থলে ছিলো, কিন্তু ঠিক পরেই পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকদের নাম জানা যায়নি।

এদিকে মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত বাংলাদেশী শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।

নিহতরা হলেন : বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর

উপজেলার ছাইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মন্ডলের ছেলে মোঃ আহেদ আলী (৪২)। আহত দুজন হচ্ছেন, মোঃ রাজু ইসলাম (৩৩) ও মো: উজ্জ্বল মৃধা (৩০)। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান।

মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে ঘটা এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কর্মীদের মৃতদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণের জন্যে পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে হাইকমিশন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিহতদের দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়েও কাজ করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়