প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় শনাক্ত ও একই সঙ্গে আহত দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। অন্যদিকে এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। তারা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছে দেশটির পুলিশ। ঘটনাস্থল থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান মোবাইল ফোনে জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহতরা হলেন : মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও মোঃ আহেদ আলী (৪২)। আহত দুজন মোঃ রাজু ইসলাম (৩৩) ও মোঃ উজ্জ্বল মৃধা (৩০)। তাদের স্থানীয় পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সচিব এ এস এম জাহিদুর রহমান।
গত মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ভবন ধসে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। চার শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে জানিয়ে তিনি বলেন, তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে।