শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিভিন্ন দেশের মুসলমানদের মিলনমেলা
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে ॥

জার্মানির হেসেন প্রদেশে বসবাসরত এশিয়ার বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত প্রবাসীদের উপস্থিতিতে হেসেন মুসলিম ডে নামে দিনব্যাপী এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টে শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করেন।

ছোট পরিসরে হলেও প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশী কমিউনিটি লিডার আমানুল্লাহ ইসলামের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশীরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, সাংবাদিক হাবিবুল্লাহ আল বাহার, ফয়সাল আহমেদ, সাজ্জাদ হোসাইন সহ অনেকে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেছেন, এশিয়ার বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে এই ধরনের আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।

হেসেন মুসলিম ডের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত এবং হামদ নাত ও ইসলামী গান পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল, নারীদের জন্যে মেহেদি উৎসব সহ বিভিন্ন আয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়