প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
জার্মানির হেসেন প্রদেশে বসবাসরত এশিয়ার বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত প্রবাসীদের উপস্থিতিতে হেসেন মুসলিম ডে নামে দিনব্যাপী এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টে শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করেন।
ছোট পরিসরে হলেও প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশী কমিউনিটি লিডার আমানুল্লাহ ইসলামের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশীরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, সাংবাদিক হাবিবুল্লাহ আল বাহার, ফয়সাল আহমেদ, সাজ্জাদ হোসাইন সহ অনেকে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেছেন, এশিয়ার বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে এই ধরনের আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।
হেসেন মুসলিম ডের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত এবং হামদ নাত ও ইসলামী গান পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল, নারীদের জন্যে মেহেদি উৎসব সহ বিভিন্ন আয়োজন।