রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) বর্ধিত সভা
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব ॥

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) বর্ধিত সভা বাথা ৫ তারকা অ্যাপেলো ডিমুরা হোটেলে (সাবেক রামাদ হোটেলে) ১৪ নভেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁনের সভাপতিত্বে এবং ফোরাম সাধারণ সম্পাদক ও বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের রিয়াদ প্রতিনিধি শাহাদাৎ আল মেহেদী। সভায় প্রধান অতিথি ছিলেন সানসিটি মেডিকেলের ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান।

সভায় নবনিযুক্ত এশিয়ান টিভির রিয়াদ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও মাইটিভির রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এখন টিভির সৌদি আরব ব্যুরো চীফ এবং সৌদি আরবস্থ রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, জনপ্রিয় তৃণমূল টিভি প্রতিনিধি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আসমাউল হুসাইন, বি-বাড়ীয়া নিউজ টিভির প্রতিনিধি ও ফোরামের দপ্তর সম্পাদক এম মেহেদুল খান, দৈনিক নারায়ণগঞ্জ পত্রিকার সৌদি প্রতিনিধি মোঃ আলী, এশিয়ান টিভির রিয়াদ প্রতিনিধি ও ফোরামের উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, মাইটিভির প্রতিনিধি ও ফোরামের সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ, সাংবাদিক মোঃ মোর্শেদ আলম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রতি বছর ইফতার মাহফিল ও শীতকালীন পিঠা উৎসব করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। যে কোনো সংবাদকর্মীর বিপদে আপদে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।গণতান্ত্রিকভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় প্রবাসে গণমাধ্যমে কাজ করার ক্ষেত্রে নিজেদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

দেশ ও জাতির ভাবমূর্তি রক্ষায় জোর দেয়া হয়। বিশ্ব মুসলিমের অভিভাবক দেশ পবিত্র ভূমি সৌদির আইন মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়