বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০

স্পেনে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সংবাদ সম্মেলন
স্পেন প্রতিনিধি ॥

স্পেনে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সাবেক ও বর্তমান আহ্বায়ক কমিটির দায়িত্বশীলবৃন্দ।বুধবার (১৫ নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এ কে এম জহিরুল ইসলাম মিল্টন ভূইয়া কচি , শাহ আলম, তাহের চৌধুরী, ইয়াং রাজ খান রাজু, রানা আবেদিন, তুহিন আহমদ কাইয়ুম , আলামিন শেখ, রবিন মাহমুদ, ওয়াহিদুজ্জামান, জহির আহমেদ, শেখ টুটুল সহ অন্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির নামে আরেক কমিটি গঠন হয়, যে কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ইয়াং রাজ খান রাজুকে মনোনীত করা হয়। রাজু সংবাদ সম্মেলনে বলেন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন, ব্যক্তিস্বার্থে কেউ এ সংগঠনকে দ্বিধাবিভক্ত করবে এটা তিনি কখনো প্রত্যাশা করেন না বা মেবে নেবেন না । তিনি সবসময়ই মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির ঐক্যের পক্ষে। গত ১ নভেম্বর আহ্বায়ক কমিটিকে পাশ কাটিয়ে যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে তার অবর্তমানে ও অসম্মতিতে সাধারণ সম্পাদক পদে তার নাম রাখায় তিনি অত্যন্ত ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান। বৃহৎ ঐক্যের স্বার্থে বর্তমান আহ্বায়ক কমিটির মাধ্যমে তাদের মেয়াদকালীন সময়ে যে কমিটি ঘোষণা করা হবে, সে কমিটিতে একজন সদস্য হিসেবে তাকে কাজ করার সুযোগ দিলেও ইয়াংরাজ খান রাজু যথাসাধ্য তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে জানান। পরিশেষে তিনি বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির ঐক্যের বন্ধন অটুট ও এর অগ্রযাত্রায় মঙ্গল কামনা করেন।

সংগঠনের একাধিক দায়িত্বশীল জানান, ইতিহাস ঐতিহ্যে পূর্ণ বিক্রমপুর মুন্সিগঞ্জের একটা সুনাম আছে, আমরা এই সুনাম ধরে রাখবো। যারা বিক্রমপুর মুন্সিগঞ্জের নাম ব্যবহার করে করে কমিটি দিচ্ছেন, তাদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে বলেন, আপনারা এহেন কর্মকাণ্ড ছেড়ে দিন। আসুন, আমরা একত্রিতভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাই।

তারা আরও বলেন, খুব শীঘ্রই আমরা সবার সাথে পরামর্শ করে বিক্রমপুর মুন্সিগঞ্জের কমিটি ঘোষণা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়