রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০

সৌদি আরবে জমে উঠেছে রিয়াদ সীজন
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব ॥

সৌদি সরকার পর্যটন শিল্পকে নান্দনিক করে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করার লক্ষ্যে ২০১৯ সালে শুরু করে রিয়াদ সীজন ইভেন্ট। করোনাকালীন ২০২০ ও ২০২১ সালে এটি বন্ধ ছিলো, ২০২২ সালে পুনরায় শুরু হয়। চলতি ২০২৩ সালের ২৯ অক্টোবর রিয়াদের আল সোয়াদি পার্কে শুরু হয়েছে জনপ্রিয় ইভেন্ট রিয়াদ সীজন। উন্মুক্ত মঞ্চে সংগীত, নৃত্য সহ বিভিন্ন দেশের শিল্পীরা নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন আগত দর্শকদের সামনে।

সৌদি আরবে সরকারিভাবে হাতে নেয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা। প্রতিটি শহরে সৌদি নাগরিকদের পরিবার সহ অভিবাসীদের পরিবার যাতে ঘুরেফিরে বিনোদনমূলক কিছু দেখতে পারেন, সেজন্যে শহরের আশেপাশে গড়ে তোলা হয়েছে পার্ক।

সৌদি সরকার রিয়াদ সীজনকে জনপ্রিয় করে তুলতে যার যার দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সুদান, ফিলিপাইন ও নেপালের শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে। প্রত্যেক দেশ এক সপ্তাহ করে যার যার দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আগত দর্শকদের সামনে পরিবেশন করার সুযোগ পাচ্ছেন এবং বিশ্বের সকল দেশের নাগরিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে আসতে পারছেন।

ইন্দোনেশিয়ার এক নারী বলেন, আমি একজন ইন্দোনেশিয়ান নাগরিক। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে রিয়াদ সীজন মঞ্চে আমার দেশের শিল্পীরা অনুষ্ঠান করছেন, নানান দেশের দর্শকরা আনন্দের সাথে তা উপভোগ করছেন, তা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি নিজেও এসেছি।

আগামী ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর রিয়াদ সীজন মঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান শিল্পী ইমরান সহ অনেকেই। সাথে থাকবে রিয়াদের স্থানীয় প্রবাস বাংলা ব্যান্ড শিল্পীরা। সপ্তাহ জুড়ে সৌদি আরবের মাটিতে নিজ দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরে দর্শকদের মন জয় করবে বলে সকলের প্রত্যাশা।

১০ ডিসেম্বর নেপালের শিল্পীদের সপ্তাহ জুড়ে তাদের দেশের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আল সোয়াদি পার্কে আয়োজিত রিয়াদ সীজন ইভেন্টের সমাপ্তি ঘটবে। শুরু হবে নতুন করে অন্য শহরে।

রিয়াদ সীজন ইভেন্ট উপলক্ষে আল সোয়াদি পার্কে প্রতিদিন সৌদি নাগরিকদের পরিবারের পাশাপাশি অভিবাসী পরিবারের হাজার মানুষ ছুটে আসেন। বিশাল আয়োজনে রয়েছে শিশুদের আনন্দ উচ্ছ্বাসে রাখার জন্যে খেলাধুলার ব্যবস্থা, রয়েছে বিভিন্ন দেশের পুরাতন স্মৃতি নিয়ে প্রদর্শনী। এখানে চোখে পড়ে বাংলাদেশের হারিয়ে যাওয়া বেবিট্যাক্সি।

রিয়াদের প্রতিটি শহরে বছর জুড়েই এমন আয়োজন চলতে থাকে। রিয়াদ সীজনের পাশাপাশি শুরু হবে জেদ্দা সীজন। সেখানেও সকল দেশের নাগরিকদের পরিবার নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে আবেদন করে বিনা মূল্যে সবাই পেয়ে যাচ্ছেন গেট পাস। তবে রিয়াদ সীজন জুড়ে রয়েছে প্রশাসনের কঠোর নিরাপত্তা।

বিশ্বের মাঝে সৌদি আরবের ইতিহাস ঐতিহ্য সহ পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তুলতেই এমন আয়োজন। নেচে গেয়ে রিয়াদ সীজনে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন আগত দর্শকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়