রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন জার্মানির যাত্রা শুরু

বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন জার্মানির যাত্রা শুরু
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে ॥

বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন নামে নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে জার্মানিতে। রোববার জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের একটি অডিটোরিয়ামে অনাড়ম্বর এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে প্রবাসী বাংলাদেশিদের এই সংগঠনটি। বৃহত্তর নোয়াখালী অর্থাৎ নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলা থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত হয়েছে এই সংগঠনটি। অভিষেক অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

সংগঠনটির অভিষেক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমকে সভাপতি এবং মোঃ আবু তাহেরকে সংগঠনের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও রেজা হক সিজার, আবু তোহা, তসলিম ইসলাম, বেলাল হোসেন, সাজ্জাদুর রহমান এবং ফারুক হোসেনকে সহ-সভাপতি, জামশেদ আলম রানা কে সহঃ সাধারণ সম্পাদক, খালেদ মাহমুদ ও শওকত মজুমদারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফয়েজ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন জার্মানির সংগঠকরা জানিয়েছেন, জার্মানিতে বৃহত্তর নোয়াখালীর তিন জেলা থেকে আগত প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকতে এবং বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সুস্থ ধারার সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতেই এই সংগঠনটি গঠন করা হয়েছে।

সংগঠনটির মাধ্যমে কমিউনিটির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে তারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়