রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

স্পেনে চাঁদপুর জেলা এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

স্পেনে চাঁদপুর জেলা এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক
স্পেন প্রতিনিধি ॥

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় চাঁদপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের নবনির্বাচিত কার্যকরী কমিটি। দেশটির রাজধানী মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতারা এই আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১১ নভেম্বর) বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম মজুমদার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির। বিশেষ অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পলিটিকাল কাউন্সিলর দীন মোহাম্মদ ইমাদুল ইসলাম ও প্রথম সচিব (শ্রম) মোহতাসিমুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা, কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ বেঙ্গল , মোজাম্মেল হক মনু, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুল মোজাক্কির, আব্দুল কাইয়ুম সেলিম, মিল্টন ভূইয়া কচি, ফজলে এলাহি, একরামুজ্জামান কিরণ, আবুল কাশেম মুকুল, রাজু আহমদ, রমিজ উদ্দিন, পিয়ার হোসেন সৌরভ প্রমুখ।

বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ আকাশ।

বক্তারা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কমিউনিটির সকলের সাথে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

২০২৩-২০২৫ সালের জন্যে চাঁদপুর জেলা এসোসিয়েশনের দুই বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

মাদ্রিদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই বছর মেয়াদী এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম মজুমদার। এ সময় নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দলমতের ঊর্ধ্বে সবার কাছে গ্রহণযোগ্য প্লাটফরম তৈরি, সংগঠনকে প্রবাসীবান্ধব ও মডেল সংগঠন হিসেবে দাঁড় করানো সহ নানা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন বলেন, আজকের দিনটি আমাদের জন্যে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। আশা করি সবার সক্রিয় সহযোগিতায় আমরা আমাদের প্রিয় এই সংগঠনটিকে আরো এগিয়ে নিয়ে যেতে সমর্থ হব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী বলেন, শুধু অভিষেক অনুষ্ঠান নয়, সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে পরবর্তীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে। আমরা সংগঠনের সব কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে চাই। এ জন্যে আমরা খোরশেদ আলম মজুমদারকে প্রধান করে ৩০ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছি, যাতে আমাদের চলার পথ স্বচ্ছ ও সহজ হবে। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়