রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

স্পেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্পেন প্রতিনিধি ॥

স্পেনের রাজধানী মাদ্রিদে ঐতিহাসিক ৭ নভেম্বরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে স্পেন বিএনপি। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার এসোসিয়েশনের হলরুমে দিবসটি পালন করা হয়।

স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হুমায়ূন কবির রিগ্যান। দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেন বিএনপির উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সহ-সভাপতি এসএম আহমেদ মনির, সুহেল আহমদ সামছু, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আবদুল আউয়াল খান, জাহাঙ্গীর আলম ইব্রাহিম, ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। অনষ্ঠানে

টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতাণ্ডসার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো। ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিলো। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিলো আমাদের স্বাধীনতাণ্ডসার্বভৌমত্ব। সেদিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।

সভাপতির বক্তব্যে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এদিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। তাই বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে বর্তমানে অগণতান্ত্রিক সরকারের পদত্যাগের দাবিতে দেশে-বিদেশে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করলে তাঁর উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়