রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০

সৌদি প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা চালু নিয়ে মতবিনিময় সভা
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব ॥

২৬ অক্টোবর বেলা ১১ টায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্যে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা। এ লক্ষ্যে দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্যে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরা যোগদান করেন।

সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিমিএম (বার) বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৮ লক্ষ অভিবাসী বাংলাদেশীদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে প্রবাসীদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আশা করা যায়, খুব শীঘ্রই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান চালু করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়