রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

কুয়েতে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের আত্মপ্রকাশ
সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি ॥

‘নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়’ এই স্লোগানকে সামনে রেখে কুয়েতে আত্মপ্রকাশ করলো উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন। ২১ সেপ্টেম্বর দেশটির অভিজাত এলাকা সালমিয়া ভোজন বাড়ি রেস্তোরাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অরাজনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সম্পাদক, কবি এবং সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী'র উদ্যোগে এই অর্গানাইজেশনের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মিসেস পারভীন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাঃ বুশরা হাবিব। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহঃ সাধারণ সম্পাদক রওশন আক্তার। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, তারপর ছাত্র-ছাত্রীদের দিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ থেকে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনকে মোবাইলে শুভেচ্ছা বার্তা প্রদান করেন দুই বারের সাবেক সংসদ সদস্য ও ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন।

উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের সম্মানিত উপদেষ্টা হলেন কুয়েত প্রবাসী এবং বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা লুৎফর রহমান, ডাঃ নওশীন, ডাঃ বুশরা হাবীব, সাঈদা খানম মুক্তা (উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কুলিয়ারচর, কিশোরগঞ্জ) এবং মরিয়ম চৌধুরী ('স্বপ্ন ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা -লন্ডন)।

উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সদস্যরা হলেন : সহ- সভাপতি-মিসেস পারভিন ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক-মিসেস নাসরিন আক্তার মৌসুমী, সহ-সাধারণ সম্পাদক-মিসেস রওশন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক-মিসেস খন্দকার নিগার, সাংগঠনিক সম্পাদক- মিসেস বিনতিয়া রহমান জ্যোতি, সহঃ সাংগঠনিক সম্পাদক-মিসেস নাহিদ সুলতানা, কোষাধ্যক্ষ-মিসেস নাহিদা আফরিন, সহ-কোষাধ্যক্ষ-মিসেস রোকসানা রুনা, প্রচার সম্পাদক-মিসেস হালিমা চাঁদনী, সহঃ প্রচার সম্পাদক-মিসেস শাহনাজ বেগম, দপ্তর সম্পাদক-মিসেস মুন্নি কামাল, আপ্যায়ন সম্পাদক-মিসেস শাহিনুর হক, ক্রীড়া সম্পাদক-মিসেস জাকিয়া সুলতানা, সহঃ ক্রীড়া সম্পাদক-মিসেস লিজা মাহবুব, সাংস্কৃতিক সম্পাদক-মিসেস শুভ্রা পাল।

এ সময় উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, কমিউনিটি নেতা ফয়েজ কামাল, রোকনুজ্জামান টিটু, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশসহ কমিউনিটির নেতা এবং বাংলাদেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়