প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন এবং সুস্থ ও বাসযোগ্য আবাসস্থল গড়ে তোলার অংশ হিসেবে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও কুয়েতে জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) যৌথ উদ্যোগে আয়োজন করে রক্তদান কর্মসূচি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ২শ প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্তদান করেন। শনিবার, ২৬ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চলে ।
বাংলাদেশি প্রবাসীদের স্বেচ্ছায় রক্তদান উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান এবং ইউএন হ্যাবিট্যাট-এর হেড অফ মিশন আমিরা এইচ আল হাসান। কার্যক্রম পরির্দশন করেন ইন্দোনেশিয়া, তুরস্ক, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, ভুটান, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং নেপালের রাষ্ট্রদূত, শ্রীলংকান দূতাবাসের প্রতিনিধি, ইউএনএইচ জিসিসি আঞ্চলিক অফিসের মিশন প্রধান, কুয়েতে কূটনৈতিক মিশনের প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, ইউএনএইচ জিসিসি আঞ্চলিক অফিসের কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠানে কুয়েতের বাংলাদেশী কমিউনিটি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।