রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাংলাদেশ-জার্মানির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে ॥

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড (বিডব্লিউএ)-এর মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। গত সোমবার বার্লিনে বিডব্লিউএ অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বিডব্লিউএ বোর্ডের চেয়ারম্যান মাইকেল চুমানের উপস্থিতিতে জার্মানিতে বিডব্লিউএ-এর ফেডারেল ব্যবস্থাপনা পরিচালক আরর্স আনকাফ এবং বিকেএমইএ'র ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) সাইফুল ইসলাম বৈঠক ও চুক্তি স্বাক্ষর সংক্রান্ত আনুষ্ঠানিকতার সমন্বয় করেন।

তপন কান্তি ঘোষ জার্মানিতে সফররত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বিকেএমইএ'র পক্ষ থেকে প্রতিনিধিদলে নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ চার সহ-সভাপতি ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, মোহাম্মদ রাশেদ এবং মোঃ সামসুজ্জামান রয়েছেন। এছাড়াও প্রতিনিধি দলটি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বিভিন্ন ফেডারেল মিনিস্ট্রির সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশনসহ বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করেন বৈঠকে। বিদ্যমান ইইউ রেগুলেশনে বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশন হওয়ার পর তিন বছরের জিএসপি উপভোগ করবে। তিনি বিদ্যমান জিএসপির মেয়াদ অন্তত ছয় বছরের জন্যে বাড়ানোর অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়