প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
গৃহসূত্র
‘সব পাখি ঘরে আসে’ সন্ধ্যার নিয়মে
পাখির মতো পাখির চোখ করে
আমারও থাকে
ঘরে ফেরার তাড়া; সন্ধ্যায়
আমিও ফিরি ঘরে বিশেষ দ্রুততায়
শৈশবে মায়ের কোল ছেড়ে
যেতাম যখন দূরে; মা আমার খোঁজে
তাকাতেন ইতি-উতি; এক দৌড়ে
মায়ের আঁচলে মুখ লুকাতাম
সহজাত টানে
কৈশোরে যেতাম যখন স্কুলে ও মাঠে
বাড়ি ফেরার মহাটান কাজ করত মনে
যৌবনে থাকতাম যখন দূরে
দেয়ালপঞ্জিকায় দাগ দিতাম
বাড়ি ফেরার তারিখে
শেষে ফিরেছি যেদিন বাড়ি
মনে হতো
তৈমুরের মতো যুদ্ধজয় করে
আমিও এসেছি ঘরে
এভাবে ঘরে ফেরায়
আমার মগ্নচৈতন্যের কেলাস খুঁজে পায়
ঘনত্বের স্থিতি
সংকটে থাকা আমরা
বাঁশের সাঁকোর মতই প্রায়শ নড়বড়ে
বারবার ভেঙে পড়ি ঝড়ে
তবুও দিনের শেষে
ঘরই কি আমাদের সব
সাদা সাদা ভব?
রচনাকাল : ২৮ নভেম্বর ২০২২খ্রি.।
মুহাম্মদ জাকির হোসেন :
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের
সহকারী অধ্যাপক, কবি ও লেখক। ৩১৯, দক্ষিণ কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর।