বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

অনলাইন ডেস্ক
সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

সালাতুত তাসবিহ নামাজ চার রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর, যে কোন সূরা পড়তে পারেন। তবে এই নামাবে বিশেষত্ব এই যে, প্রতি রকাতে ৭৫ বার করে, চার রাকাতে মোট ৩০০ বার তাসবীহ পড়তে হবে। তাসবীহ : সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।

১ম রাকাতে সানা পড়ার পরে তাসবীহটি ১৫ বার পড়তে হবে। তারপর স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা অথবা অন্তত তিন আয়াত পড়ার পরে তাসবীহটি ১০ বার পড়তে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবীহ পড়ার পরে তাসবীহটি ১০ বার পড়তে হবে। এরপর রুকু হতে দাঁড়িয়ে গিয়ে ‘রাব্বানা লাকাল হামদ’ পড়ার পরে তাসবীহটি ১০ বার পড়তে হবে। এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবীহ পরে তাসবীহটি ১০ বার পড়তে হবে। প্রথম সিজদা থেকে বসে তাসবীহটি ১০ বার পড়তে হবে। এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবীহ পরে তাসবীহটি ১০ বার পড়তে হবে।

তারপর একইভাবে ২য় রাকাত পড়তে হবে, (সুরা ফাতিহা পড়ার আগে তাসবীহটি ১৫ বার পড়তে হবে)। অতঃপর ২য় রাকাতের ২য় সিজদার পর ‘আত্তহিয়্যাতু’ পড়ার পরে সালাম না ফিরিয়ে আবার ১০ বার পড়ে, ২য় রাকাতের মতো ৩য় এবং ৪র্থ রাকাত একই প্রক্রিয়ায় শেষ করতে হবে (তাসবীহটি ১৫ বার পড়ে স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা পড়তে হবে)।

মনে রাখতে হবে হুড়াহুড়ি করে উঠবস করে ১০০ রাকাত পড়ার চেয়ে আগ্রহের সঙ্গে একনিষ্ঠভাবে দীর্ঘ রুকুণ্ডসিজদা করে দু’রাকাত পড়া অনেক ভালো। আর সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের জন্য, নিজের পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সব মুসলিম জাতির জন্য বেশি বেশি দোয়া করবে, তাওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিৎ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়