বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০

বাণী

অনলাইন ডেস্ক
বাণী

বিতর্ক সমৃদ্ধ এক বাচিক শিল্প। জ্ঞাননির্ভর ও তথ্যসমৃদ্ধ সমাজ নির্মাণে বিতর্ক চর্চা অনন্য পন্থা। আজকের তারুণ্য বড় অস্থির সময়ের মধ্য দিয়ে গড়ে উঠছে। এ’সময় তাদের দরকার জ্ঞান ও যুক্তি নির্ভর চর্চা। বিতর্ক মুক্তবুদ্ধির চর্চাসম্পন্ন প্রজন্ম তৈরিতে কার্যকর উপায়। বিতর্ক হলো সমাজ নির্মাণ ও সমাজ বদলের হাতিয়ার। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ মনীষী বিতর্ককে জ্ঞান চর্চার উৎকৃষ্ট মাধ্যমরূপে বিবেচনা করতেন। আজকের এই সভ্যতার চরম উৎকর্ষের কালে বিতর্ক চর্চা পৌঁছে গেছে ঘরে ঘরে।

আমি জেনে বিস্মিত যে, ইলিশের বাড়ি চাঁদপুর ইতোমধ্যেই বিতর্ক চর্চার সূতিকাগার হয়ে উঠেছে। বিগত ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে এখানে জেলাব্যাপী বিশাল পরিসরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর প্রতিযোগিতাটির দ্বাদশ আসর তথা যুগপূর্তি হচ্ছে। এর দ্বারা প্রমাণ হয়, বিতর্ক চর্চা এখানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সমাজের জন্যে এটি অত্যন্ত আশার কথা। চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ) আয়োজিত পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা সারাদেশের মধ্যে একটি নান্দনিক দৃষ্টান্ত তৈরিতে সক্ষম হয়েছে।

দেড়শটি দল নিয়ে পাঁচটি পর্যায়ে চ্যাম্পিয়নশিপ দেয়ার এই কার্যক্রমে জেলা পরিষদ চাঁদপুর পাশে থাকতে পেরে আনন্দবোধ করছে। এই নান্দনিক ও শ্রমসাধ্য কর্মযজ্ঞটি যারা সম্পন্ন করে চলেছেন আমি তাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি, এই বিতর্ক প্রতিযোগিতা নিরন্তর ধারাবাহিকতার মাধ্যমে চাঁদপুরকে দেশের মধ্যে বিতর্কের সবচে’ উর্বর ভূমিতে পরিণত করবে।

আমি পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করি।

জয় বাংলা।

বাংলাদেশ চিরজীবী হোক।

মোঃ মনোয়ার হোসেন

প্রধান নির্বাহী কর্মকর্তা

জেলা পরিষদ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়